Bangladesh Biman Hijack। টাইমবিডিইনফো । TIMEBDINFO
Bangladesh Biman Hijack
টাইমবিডি ডেক্স : রবিবার বিকেলে Bangladesh বিমানের একটি উড়োজাহাজ ছিন তাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা । এরপরে চট্টগ্রামের শাহ আমানতআন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এরপর বিমান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেঅপহরণকারীরা। এসময় সাত জনকে ধরে ফেলে পুলিশ।আজ ২৪ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকেজরুরি অবতরণ করে বিমানটি। যার Fiight নম্বর ১৪৭। তবে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায়তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণের পর লাফিয়ে পালানোর চেষ্টা করে ৭ অপহরণকারী।এদের মধ্যে একজনকে সুস্থ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ আর বাকি ৬ জনকে আহত অবস্থায় গ্রেফতারকরে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি জানিয়েছেন, Biman ছিনতাইকারী Prime Minister Sheikh Hasina র সঙ্গে কথা বলতে চায়।বর্তমানে সেখানে বিমান ওঠানাম বন্ধ রয়েছে। জানা যায়, বিমানটি ঢাকা থেকে চট্টগ্রামহয়ে দুবাই যাচ্ছিলো। বিমান থেকে যাত্রীদের নামিয়ে ফেলা হয়েছে।
No comments